স্টাফ রিপোর্টার : চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান বলেছেন,এদেশের স্কাউট হচ্ছে সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন।যারা সামাজিক কাজগুলোতে বিভিন্নভাবে সহযোগিতা করছে।
৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর সদর উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,স্কাউটরা এই সংগঠনের মাধ্যমে পরপোকারি,দেশপ্রমিক ও সামাজিককাজে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
আমরা চাইবো এই সংগঠনের নতুন নেতৃত্বে যারা আসবেন।তারাও এই সংগঠনের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে বলিষ্ট ভূমিকা রাখবেন।অনুষ্ঠানে
সভাপতির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি কানিজ ফাতেমা বলেন,এই সংগঠনটি আমাদের পরিবারের মতো।এখানে সবাই নিঃস্বার্থভাবে দেশের প্রয়োজনে কাজ করে।এর আগে অনুষ্ঠানে সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন চাঁদপুর সদর উপজেলার সদ্য সাবেক সম্পাদক নঈম উদ্দিন খান।
শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ মোস্তফা কামাল বাবুল ও হাসানআলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত আরা শাফির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান,জেলা স্কাউটের সাধারন সম্পাদক অজয় ভৌমিক,বাংলাদেশ স্কাউট চাঁদপুর ও লহ্মিপুরের সহকারী পরিচালক দয়াময় হালদার,চাঁদপুর সদর উপজেলার সহাকরি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই,কুমিল্লা অঞ্চলের লিডার মোঃ শামসুল আরেফিন,সদরের স্কাউট কমিশনার মোঃ আবুল বাশার,গণি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক অাব্বাস উদ্দিন,বিষ্ণুদি আজিমিয়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগম লাকি।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন,সফরমালি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফিরোজ মামুন এবং গীতা পাঠ করেন ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গোস্বামী।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক,গ্রুপ সভাপতি ও স্কাউট সম্পাদকরা উপস্থিত ছিলেন।