চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা

এমএম কামাল : চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা সোমবার (১৩ আগস্ট) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের মিলনায়াতনে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহাজান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মনিরা চৌধুরী, চাঁদপুর মডেল থানার কমিউনিটি পুলিশিংয়ের ইন্সেপেক্টর হারুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, কৃষি অফিসার দিল আতিয়া ফারভীন, সমাজ সেবা অফিসার জামাল হোসেন, উপজেলা মেডিকেল অফিসার এম এ গফুর, মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল¬াল, রামপুর ইউপি চেয়ারম্যান মো. আল-মামুন পাটওয়ারি, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল¬াল হোসেন পাটওয়ারি, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান মো. কাশিম খান, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, চান্দ্রার ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, হানারচরের ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার ঢাড়ী, বালিয়া ইউপি চেয়ারম্যান মো.তাজুল ইসলাম মিজি, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, বিষ্ণুপুর ইউপি সচিব আনোয়ার হোসেন, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি, শাহমাহমুদপুর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস যথা নিয়মে সদরের প্রতিটি ইউনিয়নে পালন করতে হবে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও দোয়া আয়োজন করার জন্য স্ব স্ব ইউনিয়ন পরিষদের ভূমিকা রাখতে হবে। ১৫ আগস্ট উপলক্ষে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

এ সময় বক্তারা আরো বলেন, চাঁদপুরকে যে কোন মূল্যে মাদক মুক্ত করতে হবে, প্রতিটি ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের কঠোর ভূমিকা রাখতে হবে। চাঁদপুরের মাদকের বিরুদ্ধে ইতিমধ্যে জিরোটলারেন্স ঘোষণা করা হয়েছে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে, তাদের চিহিৃত করে প্রশাসনের কাছে নামের তালিকা দিলে তাদের বিরুদ্ধে দ্রæত আইনের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য ইউপি চেয়ারম্যানদের আইন শৃঙ্খলা বাহিনীদের সার্বিক ভাবে সহযোগিতা করতে হবে।

তারা বলেন, আসন্ন ঈদে চাঁদপুরে কোন প্রকার জানজট যেন না হতে পারে সে দিকে ও নজর রাখা হবে। ঈদের বাজারের প্রতিটি গরুর হাটে স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের মোবাইল নাম্বার দিয়ে রাখতে হবে, যাতে কোন প্রকার চুরি, ছিনতাই না হতে পারে। ঈদের বাজার গুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে।

চাঁদপুর মডেল থানা পুলিশ ছাড়াও বিভিন্ন স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। ঈদের বাজারে জাল টাকার ছড়াছড়ি থাকতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কোন ভাবে যাতে গরুর হাট বাজারগুলোতে জালটাকা ছড়াতে না পারে সেদিকে সকলে মিলে নজর রাখতে হবে।

একই রকম খবর

Leave a Comment