স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, গত ৯ বছরে চাঁদপুরের প্রতিটি ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হয়েছে। আরো অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তাই আপনাদের প্রতি অনুরোধ সকারের বয়স্কভাতার কার্ড সহ কোনো উন্নয়নকাজে অনিয়ম করবেন না। কারণ অনিয়ম হলে তার দায়বার সকলকে নিতে হয়।
তিনি আরো বলেন, গত ৯বছরে চাঁদপুরে উন্নয়ন হয়নি এমন কোনো ইউনিয়ন নেই। এই সময়ে যা কাজ হয়েছে তা বলে শেষ করা যাবে না। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আছে কোনো বদনাম নাই। তাই জনগণের কাছে ভোট চাইতে আমাদের কোনো সমস্যা নাই। আপনারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন।
সদর উপজেলা আওয়াম লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক মন্টু পাটওয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, সহিদ উল্যাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জাকির হোসেন জয়নাল, অ্যাড. বুলবুল আহসান, সদর থানা মহিলা আওযামী লীগের সভানেত্রী সাহিদা বেগম, সাধারণ সম্পাদিক নাহিদা সুলতানা সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর থানা যুবলীগের আহ্বায়ক হুমায়ূন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীসহ সদর থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।