চাঁদপুর সদর উপজেলা আ’লীগের সভাপতি মাসুদুর রহমান নান্টু

মাসুদ হোসেন : আসন্ন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে সভাপতি পদে প্রার্থী হিসেবে নিজের নাম জানান দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ-সভাপতি ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। দীর্ঘ প্রায় ৪ যুগ দলের একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি কাজ করে আসায় এবার সভাপতি পদে নিজের নাম ঘোষনা দিয়েছেন।

মাসুদুর রহমান নান্টু বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর জেলায় একজন শান্ত স্বভাবের ও সক্রিয় নেতা হিসেবে বেশ পরিচিত। তার রাজনৈতিক ভান্ডার বেশ সমৃদ্ধ। তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের প্রথমেই তিনি তিনবার চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক মামলায় তিনি ১৯৭৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ৪ বছর কারাভোগ করেছেন। তারপর ১৯৯২ সালে তিনি চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রথম সাংগঠনিক সম্পাদক ও ১৯৯৭ সালে দ্বিতীয়বার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৩ সাল থেকে অধ্যবদি দীর্ঘ ১৯ বছর চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪ বছর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সামাজিক অবস্থানে মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী পিছিয়ে নেই। তিনি মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সদস্য, পাইকদি-ভাটেরগাঁও গরিব ছাত্রকল্যাণ তহবিলের উপদেষ্টা, উত্তর পাইকদি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উপদেষ্টা, পাইকদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এদিকে মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী রাজনৈতিক অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি পেয়েছেন চাঁদপুর -হাইমচর নির্বাচনী আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা দীপু মনি সহ জেলা উপজেলা আওয়ামী লীগের বিশ্বস্ততা। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে পেয়েছেন দলীয় নৌকা প্রতীক। তারপর আবার দলীয় নেতা কর্মীদের আন্তরিকতা ও পরিশ্রমে হয়েছেন প্রায় ৩০ হাজার জনগণের প্রতিনিধি তথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এক বছর হতে লাগলো তিনি ইউনিয়ন পরিষদের মৌলিক সেবা নিয়মিত দিয়ে যাচ্ছেন জনগণের মাঝে। তিনি সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এক বছরের মধ্যেই অর্জন করেছেন ৪টি জাতীয় নামকরণকৃত সন্মাননা সনদ ও ক্রেস্ট। তিনি তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবস্থানে এবারের দলীয় ত্রি-বার্ষিক সন্মেলনে সভাপতি পদে অন্যতম দাবীদার।

সভাপতি প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা দিয়ে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। সর্বশেষ ৩০ বছর দলের সাথে সমন্বয় করে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে কখনো দলের সিদ্ধান্তে পিছপা হইনি।

এছাড়া দলের সকল কর্মকান্ডে সক্রিয় কর্মী হিসেবে সামনে ছিলাম। তৃণমূলের নেতা-কর্মীদের সাথে কখনো খারাপ আচরন বা কখনো তাদের কোন অবমূল্যায়ন করিনি। তাই আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। আমি দলীয় নীতি নির্ধারক, নেতা কর্মীসহ সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

একই রকম খবর