ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারন সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
সদর উপজেলা পরিষদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্যে রাখেন, সহকারি ভূমি কর্মকর্তা (সদর) ইমরান হোসেন সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ইখতে খায়রুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশীদ, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ,
বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান কাসেম খান, কল্যানপুর ইউনিয়ন চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক,শাহ মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান স্বপন মাহমুদ,চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান খান জাহান আলী কালু,বালিয়া ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী,হানারচর ইউনিয়ন চেয়ারম্যান আঃ সাত্তার রাঢ়ী প্রমুখ।
সভাপতির বক্তব্যে নব নির্বাচিত চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন,সরকার জেলেদের চাল দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে জেলেদের নাম করে সেই চালের একটি বড় অংশ অন্যরা নিয়ে নিচ্ছে।এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে।এছাড়াও উপজেলার সকল কার্যক্রম বাস্তবায়নে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। সাধারন সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।