চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রকৌশলী জিয়া আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এম.এ.গফুর মিঞা, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল গাজী, রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপজেলার সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে কাজ করবেন। তাহলে আপনাদের কাজের অগ্রগতি হবে এবং প্রত্যেক কাজের বিষয়ে কর্মকর্তাগন অবহিত হবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) কানিজ ফাতেমা সরকারি বিভিন্ন দপ্তর ও চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আগামী বছর থেকে মুজিববর্ষ পালন হবে। আপনারা এখন থেকেই পরিকল্পনা করবেন কিভাবে সুন্দর করে মুজিববর্ষ পালন করা যায়। সরকারি কাজ বাস্তবায়ন এবং সরকারের কার্যক্রম কিভাবে তুলে ধরা দরকার তা আপনারা এখন থেকেই পরিকল্পনা করবেন। আমাদের সামনে দীর্ঘ সময় রয়েছে। আপনারা এখন থেকেই আমাদেরকে আপনাদের কাজের তদারকির বিষয়ে পরিকল্পনা দিবেন, আমরা সেই পরিকল্পনা অনুযায়ী একটি ক্যালেন্ডার তৈরী করে বছর জুড়ে কর্মকর্তাদের দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবো।

তিনি আরো বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অনেক স্কুল গড়ে উঠেছে। এইসব স্কুলগুলো কিভাবে চলছে আপনারা এখন থেকে খোঁজ খবর নেন। কোন স্কুল নিয়ম বহির্ভূত চললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আপনার ইউনিয়নে যে কোন স্থানে নতুন কোন স্কুল দেখলে খোঁজ খবর নিবেন। আপনাদের যেন স্কুলগুলোতে সম্পৃক্ত করে।

ইউএনও বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে মৎস্য বিভাগ জেলেদের তালিকা হালনাগাদ করবেন। আমাদের অনেক জেলে আছে যারা সঠিকভাবে তালিকায় আসেনি। সঠিকভাবে না করার কারণে অনেকেই সরকারি ভাতা নিয়ে যাচ্ছে।

প্রত্যেক ইউনিয়নে যেসব প্রকল্পের কাজ চলমান রয়েছে, সেই প্রকল্পগুলোর কাজ আপনারাই দায়িত্ব নিয়ে তদারকি করবেন। শতভাগ নীতিমালা অনুযায়ী যেন কাজগুলো সম্পন্ন হয়। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সকলের উর্ধ্বে রাখতে চাই।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম, ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল মাষ্টার, মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, হানারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী, ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কাশেমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

একই রকম খবর