চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভা

চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ তাদের রায়ের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। নির্বাচিতরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবে। তৃণমূলকে প্রাধান্য দিয়ে উপজেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাবে।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করেছেন। আমি এই শুভক্ষণে উপস্থিত থাকতে পেরে অত্যান্ত আনন্দিত। চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে যিনি চেয়ারম্যান হয়েছেন, তিনি তাঁর দাদার আমল থেকে রাজনীতির দায়িত্ব পালন করে আসছেন। আশা করি চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা পরিষদ আরো গতিশীল হবে এবং স্বচ্ছতার সাথে এগিয়ে যাবে।

মন্ত্রী বলেন, নব নির্বাচিত জনপ্রতিনিধিরা সামাজিক নিরাপত্তাসহ সকল কাজে হয়রানি ছাড়া জনগণকে সেবা দিবেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যানের সাথে নিয়ে এসব কাজ বাস্তবায়ন করবেন। তাহলে উপজেলা পরিষদের কাজ সফলভাবে বাস্তবায়িত হবে।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্তকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক ল²ন চন্দ্র সূত্রধর প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment