চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩ টায় শহরের মুনিরা ভবন অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, এদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। বেগম জিয়ার মুক্তি ত্বরান্বিত করতে সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করতে হবে। নিজেদের মধ্যে দলীয় ভেদাভেদ ভুলে যেতে হবে। প্রত্যেকটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বার্তা পৌঁছাতে হবে।

পদপিষ্ট গণতন্ত্রকে মুক্তি দিতে আজ তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলে রয়েছেন। একটি মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে মেরে ফেলার গভীর ষড়যন্ত্র করছে তারা।

তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল ইউনিট সু-সংগঠিত ও ঐক্যবদ্ধ। কেন্দ্রের যে কোন সিদ্ধান্ত পালনে চাঁদপুর জেলা,পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা সর্বদা প্রস্তুত রয়েছে।

সাধারণ সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ গাজী, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মিন্টু গাজী, মৈশাদি ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ স্বপন,হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার গাজী, বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান সোর্স সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য প্রদান করেন।

একই রকম খবর

Leave a Comment