চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামে প্রতিষ্ঠিত শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর ২০ জুন ২০২২ খ্রি: ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
শিক্ষার ক্ষেত্রে মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের অবদান অনস্বীকার্য। তিনি দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
তিনি তার জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে শিক্ষার আলো ছড়িয়েছেন। তার প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করছে দেশের হাজার হাজার শিক্ষার্থী। তার অবদান যুগযুগ ধরে জাতি স্মরণ করবে।
মো: কামাল হোসেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
চাঁদপুর সদর ।