চাঁদপুর সদর উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার অসুস্থ্য : দোয়া কামনা

 

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদের নিবাচিত কমান্ডার শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী  আবুল কালাম মো: শামছুল আলম চিশতী অসুস্থ্য হ‌য়ে প‌ড়ে‌ছেন। বেশ কিছু‌দিন যাবৎ তি‌নি শরী‌রের বি‌ভিন্ন রো‌গে আক্রান্ত হ‌ন। তার পা‌রিবা‌রিক           ডাক্তা‌রের পরাম‌র্শে তি‌নি উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় যান।

আবুল কালাম চিশতী চাঁদপুর সদর উপ‌জেলার মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের টানা ২ বার কমান্ডা‌রের দা‌য়ি‌ত্বে আ‌ছেন। এ ছাড়া ও তি‌নি চাঁদপুর সন্ত্রাস ও জঙ্গীবাদ বি‌রোধী ক‌মি‌টির সদস্য হি‌সেবে দা‌য়ি‌ত্বে আ‌ছেন।

তার আশু‌রোগ মু‌ক্তির জন্য প‌রিবা‌রের পক্ষ থে‌কে চাঁদপু‌রের সবস্ত‌রের লো‌কের কা‌ছে দোয়া কামনা করেছেন ।

 

একই রকম খবর

Leave a Comment