চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) বিকেল ৩ টায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খান সোহেল ও উদ্বোধক কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর পৌর বিএনপির ও চাঁদপুর সদর উপজেলা নবগঠিত কমিটি হলো : চাঁদপুর পৌর বিএনপির সভাপতি হলেন আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ। অপরদিকে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি হলেন শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।