চাঁদপুর সদর ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বিকেল ৩ টায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খান সোহেল ও উদ্বোধক কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর পৌর বিএনপির ও চাঁদপুর সদর উপজেলা নবগঠিত কমিটি হলো : চাঁদপুর পৌর বিএনপির সভাপতি হলেন আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ। অপরদিকে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি হলেন শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

একই রকম খবর