ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৪ নভেম্বর রবিবার বিকেল ৩ টায় চাঁদপুর প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খান সোহেল।
এসময় তিনি বলেন,আজকে দেশে কেও ভালো নেই।বিশেষ করে জাতীয়তাবাদী দলের সৈনিকরা কেউই ভালো নেই।কারন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কেউ ভালো থাকতে পারেনা।আজকে কৃষক ভালো নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ভালো।শুধু ভালো আছে আওয়ামী বাহিনীরা । তারা এখন রাতে ক্যাসিনোর টাকার উপর গুমায়।আজকে আওয়ামীলীগের পেতি নেতাদের বাসায়ও বস্তা বস্তা টাকা পাওয়া যায়।আজকে ক্ষমতাসীন দলের প্রতিটি সংগঠনের সদস্যরা ক্যাসিনো কান্ডের সাথে জড়িত।
তিনি বলেন, কিছু দিন আগে অবৈধ প্রধানমন্ত্রী ভারতকে ফেনী নদীর পানি দিয়ে এসেছে অথচ সেই ভারত আজ আমাদের পেয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী ভারতের কথা ভাবলেন অথচ দেশের মানুষের কথা ভাবলেন না।ভারত নাকি আমাদের জলসীমায় রাডার বসাবে তাহলে আমরাও তাদের জলসীমায় রাডার বসাতে চাই কিন্ত সেটির কোন অনুমোদন আনতে পারেন নি।কারন তারা হচ্ছে দেশ প্রেমিক।আর এই সরকার ক্ষমতায় থাকার জন্য সব বিলিয়ে দিচ্ছে।কারন আওয়ালীগ এখন নির্বাচনের সময় ভোটারদের কাছে যায়না তারা যায় ডিসি এসপির কাছে ও তাদের বিদেশি প্রভূদের কাছে।কারন এদেশের মানুষের প্রতি তাদের কোন আস্থা নেই।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি না করে তার মুক্তিযোদ্ধা স্বামীকে সমাধিত করে ঘরে ফিরে গেলে অনেক ভালো থাকতেন।কিন্ত তিনি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে তা করেন নি। তিনি তার স্বামীর অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করার জন্য রাজনীতিতে এসেছেন।আজ সেই নেত্রীকে এই সরকার অন্যায় ভাবে জেলে আটকে রেখেছে।অনেক সহ্য করেছি।এবার আমাদের মাকে (দেশনেত্রী বেগম খালেদা জিয়া )মুক্ত করার জন্য প্রস্তত থাকতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক
।চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জ্বামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম ও পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. হারুনূর রশিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী,চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী,সেলিম উস ছালাম, ফেরদৌস আলম বাবু, কুমিল্লা দক্ষিন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
এছাড়াও বক্তব্যে রাখেন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মাস্টার,লক্ষিপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান, পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আসলাম তালুকদার,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সবশেষে প্রধান অতিথি চাঁদপুর সদর থানা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষনা করেন।নতুন কমিটিতে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি হলেন আক্তার হোসেন মাঝি,সাধারন সম্পাদক অ্যাড. হারুনূর রশিদ,সদর থানা বিএনপির সভাপতি হলেন শাহজালাল মিশন,সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।