ইব্রাহিম খান : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে শোক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
১০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের জোড়পুকুর পাড় থেকে রেলিটি শুরু হয়ে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয় ।
পরে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালি করতে চাঁদপুর পৌর যুবদলের ভুমিকা রয়েছে।
গনতন্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের দুটি তাজা প্রাণ ঝড়ে গেছে। ২০০৯ সাল থেকে আজকে পর্যন্ত বহু নেতা কর্মী কে এ সরকারের পুলিশ বাহিনী দিয়ে গুলি করে হত্যা করেছে। নারায়নগঞ্জে যুবদল কর্মী শাওনকে এস আই কনক গুলি করে হত্যা করে।
সেদিন থানা থেকে তার নামে রিভলবার ইস্যু করা ছিল খুনের পর দেখানো হয় তার নামে চাইনিজ পিস্তল ইস্যু ছিল। আবার তথ্য মন্ত্রী বলছেন শাওন নাকি আওয়ামী লীগ নেতার ভাতিজা। কিন্তু শাওন যুবদল করতো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আঃ রাজ্জাকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরণ মাঝি, কামরুর হাসান সোহেল গাজী, সিমন বেপারী সহ আরো অনেকে।