চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিনের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সদর মডেল থানার ওসির কক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, বিদায় চির সত্য একটি বাক্য। এটাকে মেনে নিতে হবে। আমি চাঁদপুরে নৌ পুলিশে জয়েন্ট করেছিলাম।
চাঁদপুর সদর মডেল থানার ওসি সহ সকল অফিসাররা অনেক গতিশীল, পরিশ্রমী। আপনাদের নিয়ে কাজ করে ভালো লেগেছে। বিশেষ করে চাঁদপুর সদর মডেল থানার ওসির নেতৃত্ব অনেক বলিষ্ট ও প্রসংশনীয়। ওসি খুবই পরিশ্রমী। চাঁদপুরের মানুষ শান্তপ্রিয়, বিনয়ী। চাকরি জীবনে চাঁদপুরের কথা মনে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ।
সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, আপনি আমাদের অভিভাবক ছিলেন। আপনার নেতৃত্বে আমরা কাজ করেছি স্বাধীনভাবে। আমাদের বদলির চাকরি, তবে আপনি যেখানেই যান,যেখানেই থাকবেন ভালো থাকবেন। আপনার কর্মদক্ষতা আপনাকে উচ্চপদে আশ্বিন করবে। আমরা আপনাকে আজীবন মনে রাখবো। মানুষের ভুল হবেই, আর ভুল ধরতে চাইলে প্রতি সেকেন্ডে ধরা যায়। আপনাদের কথা মনে থাকবে সবসময়। চাকরি যতদিন করবেন মানুষের উপকার করতে হবে। চাকরি জীবনে জনকল্যাণে কিছু করে যান, আত্মতৃপ্তি পাবেন।
এসআই শাহরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর মডেল থানার ওসি (তদন্ত) ওলি উল্ল্যাহ, ওসি অপারেশন ও কমিউনিটি পুলিশিং মোঃ ইয়াছিন, নতুনবাজার পুলিশ ফার্ড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত, সদর মডেল থানার সেকেন্ড অফিসার লোকমান হোসেন, এসআই রাশেদুজ্জামান, এসআই সালেহ উদ্দিন, এসআই নয়ন চন্দ্র আচার্য্য,এসআই ঈসমাইল হোসেন, এ এস আই জাহাঙ্গীর আলম প্রমূখ।