স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আনোয়ারুল আজিম (৫৫) ইন্তেকাল করেছেন।গতকাল ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে তিনি এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম।তিনি জানান,হৃদরোগেই ডা. মোঃ আনোয়ারুল আজিমের মৃত্যু হয়েছে।সন্ধ্যায় ঢাকা খিলগাঁওয়ে তার মৃত্যুর ১ম জানাযা অনুষ্ঠিত হবে।
পরে তার মরদেহ ফেনীর ফুলগাজীর কিসমত ঘনিয়া নিজ গ্রামে নিয়ে আসা হবে।সেখানেই সকালে তার ২য় জানাযা শেষ হবে।পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।এর আগে গত ৫ ডিসেম্বর তার শারীরিক অসুস্থ্যতার জন্য তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।এ দিকে ডা. মোঃ আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সালেহ আহমদ ।
শোক বাতায় তিনি জানান ,স্বাস্থ্য প্রতিষ্ঠানে সুদীর্ঘ চাকুরী জিবনে সুনাম,সততা ও বিশ্বস্থতার সাথে কাজ করেছেন তিনি।মূলত তিনি ছিলেন অত্যান্ত সজ্জন,সদালাপী এবং কর্মঠ একজন কর্মকর্তা।
আমরা এই হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।এদিকে এক তথ্য সূত্রে জানা যায়,১৯৬২ সালের ২৫ আগষ্ট ডা. মোঃ আনোয়ারুল আজিম ফেনীর ফুলগাজীতে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।পরে ১৯৮৫ সালের ১২ই নভেম্বর তিনি মেডিকেল অফিসার হিসেবে ১ম সরকারী চাকুরী জিবন শুরু করেন।
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চাকুরী জিবন পার করলেও চাঁদপুর সদর হাসপাতালে ২০১৮ সালের ৮ই মার্চ তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন।চাঁদপুরের পূর্বে তিনি নোয়াখালীর ম্যাটস প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।দাম্পত্য জিবনে তার স্ত্রী ও ১ কন্যা সন্তান রয়েছে।এই তথ্যগুলো নিশ্চিত করেন চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল।
এদিকে ডা. মোঃ আনোয়ারুল আজিমের মৃত্যুতে বিভিন্ন মহল হতে গভীর শোক প্রকাশ করতে দেখা গেছে।এদিকে ডা. মোঃ আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা:সৈয়দ আহমেদ কাজল ।