চাঁদপুর সদর হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ছয়জন মৃত্যুবরণ করেন।

শনিবার (১৪ আগস্ট) দুপুর ২টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল।

তিনি জানান, করোনায় মৃত ব্যক্তি হলেন শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ইয়ারুন নেছা (৮০)। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, মনোয়ারা বেগম (৭০), জেসমিন (৪০), আঃ রহিম (৬০), লাভলী আক্তার (৩৮), আশুরা (৬০), জয়নাল আবেদীন (৭০)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, চাঁদপুরে শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১৬ জন। এছাড়াও শুক্রবার জেলায় নতুন আরও ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

একই রকম খবর