বিশেষ প্রতিনিধি : চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সরকারি কলেজের হল রুমে বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কলেজের কলেজের অধ্যাপক অসিত বরণ দাস। বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও চাঁদপুর পৌরসভার জিল্লুর রহমান জুয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সফিউদ্দিন আহমেদ, বাবু অজয় ভৌমিক, অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম,মুনির চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, গোলাম মোস্তফা, শাহজালাল মিশন, আবু নাসের পাটোয়ারী বাচ্চু, মাহফুজুর রহমান টুটুল, এডভোকেট সাইদুল্লাহ বাবু, অ্যাডভোকেট বাবর,এডভোকেট সাইফুদ্দিন বাবু,আলম পলাশ , , রহিম বাদশা ,শরিফ চৌধুরী, শেখ মহিউদ্দিন রাসেল , মোঃ সোহেল , মোঃ মোরশেদ প্রমুখ।
সবাই বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয় এবং বিভিন্ন উপকমিটি, উপদেষ্টা কমিটি গঠন করার জন্য অনুরোধ জানানো হয় এবং আগামী জানুয়ারি মাসে ৭৫ বছর পূর্তি উৎসব করার সিদ্ধান্ত গৃহীত হয় ।