চাঁদপুর স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক : চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সাবেক ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ ।

বুধবার দুপুরে বাদশা সেভেন স্টার ও পলাশ সেভেন স্টার দলের মধ্যে প্রীতি ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে সেভেন স্টারের সাথে পলাশ স্টার গ্রুপ ৫- ৪ গোলের ব্যবধানে জয়লাভ করে।

বুধবার দুপুরে দু’দলের সাবেক ফুটবলাররা তাদের সাপোটারদের নিয়ে ১২টার সময় স্টেডিয়ামে প্রবেশ করেন। বৃষ্টির মধ্যে সাবেক ফুটবলাররা মাঠের একটি অংশে তাদের বন্ধুদের নিয়ে এ ম্যাচে খেলেন। দু’দলের অংশ নেয়া ফুটবলাররা হলোঃ-বাদশা সেভেন স্টারঃ- আনোয়ার হোসেন মানিক, হাসান ইমাম বাদশা, ডন, হোসেন মাহমুদ, রিপন, কাজী মাইনুল হক জীবন, আযম। পলাশ সেভেন ষ্টারের হয়ে অংশ নেয়া ফুটবলাররা হলোঃ- জাহাঙ্গীর গাজী, শরীফউদ্দিন আহমেদ পলাশ, হুমায়ন কবির হুমা, আনোয়ার হোসেন আনু,কামাল হোসেন, আলমগীর ও ইসমাইল গাজী।

ফুটবল ম্যাচের আয়োজক হাসান ইমাম বাদশা ও শরীফুউদ্দিন পলাশ জানান, আমরা আজ যারা মাঠে খেলতে নেমেছি এখন আমরা অনেকেই বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করছি। এদের মধ্যে অনেকই এখন কোচিংয়ের দায়িত্ব পালন করছেন। নিজেদের ও সহপাঠীদের অনুরোধেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচের আয়োজনে সকলেরই সহযোগিতা ছিলো।

একই রকম খবর

Leave a Comment