স্টাফ রিপোর্টার : চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সাঈদ বস্রালয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন গাজীর পিতা এবং চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী রোডস্থ ব্যাংক কলোনি নিবাসী আলহাজ্ব মোঃ আবদুর রশিদ গাজী (৮৫) আর বেঁচে নেই।
তিনি গত ২১ জুন শুক্রবার সকাল ১১ টা ৪৫ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে দুই ছেলে চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুর খবর শুনে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
ওই দিন রাত ৯ টায় জিটি রোডস্থ আল আমিন জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ভাতিজা ও আল হেলাল জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবদুর রহমান গাজী। জানাযার পূর্বে বক্তব্য রাখেন আল আমিন জামে মসজিদের খতিব মাওঃ আলী আহমদ ও মরহুমের বড় ছেলে মোঃ জাকির হোসেন গাজী। জানায় বিপুল পরিমাণ মুসল্লী অংশ নিতে দেখা গেছে।
বিষ্ণুদী জিটি রোডস্থ মরহুম আলহাজ্ব শামসুল হক সামু গাজী বাড়ির (মরহুমের নিজ বাড়ি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব মোঃ আবদুর রশিদ গাজী আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি কর্ম জিবনে যমুনা অয়েল কোম্পানি কর্মরত ছিলেন।
সেখান থেকে ২০০২ সালে তিনি অবসর গ্রহণ করেন। ২০০৬ সালে তাঁর স্ত্রী মাজেদা বেগম ইন্তেকাল করেন।