চাঁদপুর হরিণা ফেরিঘাট টার্মিনালে চলছে রমরমা জুয়ার আসর

স্টাফ রিপোর্টার : চাঁদপুর হরিণা ফেরিঘাট বিআইডবিøউটির টার্মিনালে চলছে রমরমা জুয়া ব্যবসা। প্রতিদিন এই ট্রাক টার্মিনালে জুয়ার আসর মিলিয়ে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হচ্ছে।

ট্রাক ড্রাইভার, হেলপার ও বহিরাগত জুয়াড়িরা এখানে এসে এ জুয়া খেলায় মেতে উঠে। জুয়ার টাকা যোগান দিতে এলাকার জুয়াড়িরা ও ট্রাক চালকরা চুরি কাজে লিপ্ত হচ্ছে।

শুক্রবার বিকেলে হরিনা টার্মিনালের শেষ প্রান্তে গিয়ে দেখা যায়, জুয়াড়িরা খন্ড খন্ড ভাবে বসে এই জুয়ার আসর মিলিয়ে খেলা চালিয়ে যাচ্ছে। হাবিব রাড়ি সহ এলাকার কিছু যুবক এই জুয়া খেলা পরিচালনা করছে। প্রতি জুয়ার ভোড থেকে তারা টাকা উত্তোলন করে নিজেরাই ভাগবাটোয়ারা করে নিচ্ছে।

প্রতিদিন এই জুয়ার টাকা নিয়ে ট্রাক চালক ও হেলপারদের সাথে মারামারির ঘটনা ঘটছে।  হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির আশেপাশেই এই রমরমা জুয়ার আসর বসে জুয়ার ব্যবসা চলছে। কয়েকজন ট্রাকচালক জানায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ট্রাক টার্মিনাল এলাকায় রমরমা জুয়া চলছে। ট্রাক চালকরা জুয়ার টাকা যোগান দিতে গাড়ি থেকে মালামাল চুরি করে বিক্রি করছে।

এই জুয়ার টাকা নিয়ে প্রতিদিনই হাতাহাতির ঘটনা ঘটছে।এই এলাকায় জুয়া বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।চাঁদপুর মডেল থানার ইনচার্জ নাসিম উদ্দিন জানায়, হরিনা টার্মিনালে জুয়া খেলার বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। জুয়া বন্ধ করার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

একই রকম খবর

Leave a Comment