ইব্রাহিম খান : চাঁদপুরে রির্টানিং অফিসার জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের কাছে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চাঁদপুর -৩ আসনে নৌকা প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।
জমাদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, বর্তমানে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করছে। ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনকে নিয়ে যা বলছে তার কোনো সত্যতা নেই।
তিনি আশা করছেন, এই কমিশন নিরপেক্ষভাবেই শেষপর্যন্ত তার সঠিক দায়িত্ব পালন করবে।
ডা. দীপু মনি আরো বলেন, বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে এখন যারা আছেন, দেশবাসী তাদের ভালো করেই চেনেন। সুতরাং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা কিছুই করতে পারবে না। এই নির্বাচনে উন্নয়নের ধারা ধরে রাখার জন্য দেশের মানুষ আবারো নৌকাকে বেছে নেবে এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।