চাঁদপুর খবর রিপোর্ট : ঘূর্ণিঝড় “ফণী” এর কারণে দুর্যোগের জরুরি খবর আদান-প্রদানের জন্য ” চাঁদপুুর জেলা নিয়ন্ত্রণ কক্ষ” খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর – ০১৭৩০০৬৭০৭৯/০১৭১১২৪৫৯৫৪। টেলিফোন নম্বর – ০৮৪১-৬৩৪৫৯৬ ফ্যাক্স নম্বর – ০৮৪১-৬৩৪৭২। কক্ষ নং- ৩১২ (৩য় তলা), জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।
চাঁদপুুর জেলা নিয়ন্ত্রণ কক্ষ
