প্রেস বিজ্বপ্তি : চাঁদপুর শহরের পুরান বাজার দাস পাড়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত্ব কর্তৃক সার্বজনীন দূর্গা মন্দির ও প্রতিমা ভাংচুর এবং সম্পত্তি দখলের তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মৎসজীবিলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা মৎসজীবিলগের সভাপতি এবং সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর-হাইমচরের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
তিনি এক বিব্রিতিতে বলেন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা সরকার যখন সকল দিকে উন্নয়নের অগ্রযাত্রা মহাসড়কে এগিয়ে যাচ্ছেন, সেই মূর্হতে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু কুচক্রি মহল এই মন্দির ও প্রতিমা ভাঙ্গার কাজটা করেছেন।বাংলাদেশ একটি অসম্পাদায়িক বাংলাদেশ, সকল ধর্ম বর্নের মানুষের সম অধিকারে বৃত্তিত্বে এই বাংলাদেশ।মন্দির ও প্রতিমা ভাংচুর এবং সম্পত্তি দখল কারী সে যেই হোক কেন তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে কঠোর শাস্থি দাবি করেন।