স্টাফ রিপোর্টার : চাঁদপুর সরকারি কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
চাঁসক ছাত্রলীগ নেতৃবৃন্দের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদানের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জান্নাতুল বাকী বিল্লাহ উপম পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিন ১৫জন শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।