স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ছেলের সামনে মাকে মারধর করার ঘটনায় থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামি নাছির মাঝি পুনরায় মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে হন্য হয়ে খুঁজছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে জব্বর ডালির দোকান সংলগ্ন চান্দ্রা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জয়নাল মাঝির বাড়িতে।
মামলার বাদী মকবুল মাঝি জানায়, দীর্ঘদিন যাবৎ বাড়ির চাচা শামছুল মাঝির সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। চাচা পানি উন্নয়ন বোর্ডের সিআইপি বেড়িবাঁধের পাশের সরকারি ৩শতক সম্পত্তি বিক্রি করে।
এ নিয়ে তার সাথে বেশ কয়েকবার সালিশি বৈঠক হয়। ১০ নং লক্ষিপুর ইউনিয়নের বাসিন্দা হানার চর ইউনিয়ন এর ভোটার সিডু মাঝি ছেলে নাছির মাঝি শামসুল মাঝির পক্ষ হয়ে কিছুদিন পূর্বে রাস্তায় একা পেয়ে আমাকে মারধর করে। এসময় তার সাথে হাতাহাতি হলে সে ক্ষিপ্ত হয়ে পুনরায় বাড়িতে এসে মাকে মারধর করে হাত ভেঙ্গে ফেলে।
এ ঘটনায় নাসির মাঝিকে আসামি করে মডেল থানায় একটি মামলা দায়ের করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে।
পুনরায় আবারও মারধর করার জন্য বাড়িতে গিয়ে হামলা চালায়। নাসির গাজী নিজে মামলা থেকে বাঁচতে ভুয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে একটি মামলা দায়ের করে।
সে মামলায় আদালত থেকে জামিন এনে বাড়িতে আসলে নাসির গাজী আবারও হামলা চালানোর চেষ্টা করে। এ সন্ত্রাসী নাসির গাজীর হাত থেকে রক্ষা পেতে নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে বিচারের দাবিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। মামলার আসামি হয়ে নাসির গাজী এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছি। তার বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।