স্টাফ রির্পোটারঃ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে গাঁজার টাকা নিয়ে দু ‘পক্ষের মধ্যে সংঘর্ষ বেধেছে।জানা যায়,চান্দ্রা ইউনিয়নের মধ্যে মদনা গ্রামের চৌকিদার বাড়ির আমজাদ (২০) নামের এক যুবক একই এলাকার নেছার গাজী (৩৫) নামে এক গাঁজার ব্যবসায়িকে গাজা আনার জন্য টাকা দেয় কিন্তু নেছার গাজী টাকা নিয়ে গাঁজা না দেওয়ায় ২৪ এপ্রিল বুধবার দুপুরে মদনা গ্রামের বাদশার দোকানের সামনে আমজাদ ও নেছার গাজীর মধ্যে সংঘর্ষ বাধে।
জানাযায় নেছার গাজী সদর উপজেলার এক ছাত্রলীগ নেতার ভাই হওয়ায় এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘ দিন যাবৎ গাজা ও ইয়াবার ব্যবসা করে যাচ্ছে।তার বিরুদ্ধে একাদিক অভিযেগ রয়েছে।
ইতিপূর্বে গাঁজা ও ইয়াবার সাথে সম্পৃক্ত থাকায় নেছার গাজীকে একাধিক বার পুলিশ পুলিশ গ্রেফতার করেছিলো।সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি।