স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী নাহিদা আক্তার(১৮) রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে ১২ নং চান্দ্রা ইউনিয়ন ২ নং ওয়ার্ড দক্ষিণ বাখরপুর কবিরাজ এর বাড়িতে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। তার বাবার বাড়ি বাখরপুর কবিরাজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থা লাশটি উদ্ধার করে পুলিশ।
গত দুই মাস পূর্বে হাইমচর উপজেলার জনতা বাজার এলাকা বাসিন্দা নোয়াখালী জেলার পুলিশ কর্মকর্তা এস আই মজিবুর রহমানের সাথে বিয়ে হয়। নাহিদা আক্তার হাইমচর কলেজে এইচএসসি ১ম বর্ষের ছাত্রী ছিল।
কলেজে যাওয়া আসার পথে বিয়ের পূর্বে নাহিদা আক্তারকে ২ নং উঃ আলগী ইউনিয়ন নয়ানী লক্ষীপুর গ্রামের খোকন জমদারের ছেলে বখাটে সাইফুল ইসলাম জমদার উত্যক্ত করতো। বিয়ের পরেও বখাটে সাইফুল স্বামীকে ছেড়ে চলে আসার জন্য আক্তারকে চাপ প্রয়োগ করে ও তাকে ভয় ভীতি প্রদর্শন করে।
নিহত নাহিদা আক্তার কবিরাজ বাড়ির আব্দুল লতিফ কবিরাজের মেয়ে। ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের লোকজন স্থানীয় চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারীকে বিষয়টি অবহিত করেন। ঘটনার পরে চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এ সময় পুলিশ মৃত্যুর ঘটনায় নাহিদা আক্তারের কাছ থেকে তার লেখা একটি চিরকুট উদ্ধার করে। নিহতের পরিবার জানায়, এই মৃত্যুর ঘটনা লম্পট সাইফুল ইসলাম জড়িত রয়েছে।
সে প্রায় সময় ফোন করে নাহিদা আক্তার কে উত্যক্ত করতো ও ভয়-ভীতি প্রদর্শন করতো। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।