চান্দ্রায় সরকারি খাল থেকে মিনি ড্রেজার দিয়ে বালি উত্তোলন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইয়নিয়ন ২ নং ওয়ার্ড দক্ষিণ বাখরপুর বাংলাবাজার শাহজাহান ভুইয়ার বাড়ি সংলগ্ন মেঘনা নদীর সংযোগ খালে মিনি ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালী সুনু মিয়া গাজী নামের এক ব্যক্তি, তার ড্রেজিং এর কারনে পাশের বিশাল কৃষি জমি হুমকির মুখে পরেছেন।

সরজমিন গিয়ে গত বুধবার বিকেলে দেখা যায় সুনু মিয়া গাজি প্রভাব খাটিয়ে গত বছর ও সরকারি খাল থেকে বালি উত্তোলন করে কয়েক লাখ টাকার বালি বিক্রি করেছে,সেই সাহসিকতায় এবার ও এক সপ্তাহ ধরে সরকারি খালে মিনি ড্রেজার দিয়ে বালি কেটে এখন কৃষকের জমির ভীতরে খনন করছে, এতে করে ওই এলাকার কৃষকের জমি হুমকির মুখে পড়ায় এলাকাবাসি এর প্রতিবাদ জানায়, কিন্তু সুনু গাজি এলাকাবাসি কথা অমান্য করে ড্রেজার দিয়ে খনন কাজ অব্যহত রাখায় ১২ নং চান্দ্রা ইউনিয়ন ২ নং ইউপি সদস্য মজিব কবিরাজকে বিষয়টি জানান।

মেম্বার ওই স্থানে গিয়ে এলাকাবাসীসহ সুনু গাজিকে নিষেধ করে, কিন্তু তার মাটি উত্তোলন কাজ থেমে না থাকায় মেম্বার মজিব বলেন পুনরায় মোঠ ফোনে সুনু কে নিষেধ করলে সে বলে ক্ষমতা থাকলে মেম্বার তার ড্রেজার কাজ বন্দ করুক, কিন্তু সুন্নুর এমন প্রভাবে এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে হামলা করার চিন্তা করেন, আর এলাকাবাসিকে শান্ত করে রাখেন ইউপি সদস্য মোঃ মজিব কবিরাজ।

এদিকে মেম্বার মজিব আরো বলেন আমরা সুন্নু মিয়ার অবৈধ মিনি ড্রেজার বন্ধ না করতে পেরে বুধবার বিকালে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যারকে মুঠ ফোনে বিষয়টি অবগতি করলে তিনি বৃহস্পতি বার বিষয় টি দেখবেন বলে জানান, আমরা মনে করি স্যার আমাদের কৃষকদের জমিসহ বসবাসকারি বসত ভিটে এই দানবের হাত থেকে রক্ষা করবেন,

অপর দিকে সরজমিন গিয়ে সুন্নু গাজিকে পাওয়া যায়নি বলে তার সাক্ষাৎকার প্রকাশ করা যায়নি, তবে এলাকাবাসির প্রশ্ন কোন এক সময়ের বিএনপি জামাত নেতা সুন্নু গাজি বর্তমানে আওয়ামিলীগের নাম ভাঙিয়ে সরকারি খালের বালি উত্তোলন করে প্রতি বছর বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

আর তাই চাঁদপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জরড়ি পদক্ষেপ গ্রণন করবেন বলে মনে করেন এলাকাবাসি।

একই রকম খবর