চান্দ্রা ইউপি চেয়ারম্যানের ছেলেকে মারধরের অভিযোগ!

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারীর ছেলে জাহিদ পাটওয়ারী(১৭)কে অহেতুক মারধরের অভিযোগ পাওয়া গেছে।

২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে চান্দ্রা বাজার থেকে অটো রিক্সায় বাড়ীতে ফেরার সময় মদনা হারুন খার পোলের সম্মুখে তার ওপর চড়াও হয়ে অহেতুক মারধর করে প্রতিপক্ষরা। পরে আহত অবস্থায় জাহিদ পাটওয়ারীকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এমন তথ্য জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাহিদ পাটোয়ারীর মা কুলসুমা বেগম সাংবাদিকদের বলেন, আমার ছেলের দোষ তার বাবা ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হয়ে জনসেবা কেন চালিয়ে যাচ্ছেন! তার জন্য ইউনিয়নে কোন অপকর্ম করে অপরাধীরা পশ্রয় পাচ্ছেনা বলে তাকে না পেয়ে ছেলেকে মারধর করে ক্রোধ মিটাচ্ছে।

ঐদিন রাতে ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজু পাটোয়ারী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রোকন পাটোয়ারী, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহিম পাটোয়ারী একত্রিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার উদ্দ্যেশ্যে মারধর করে।

খবর পেয়ে আমি ঘটনাস্থলে দৌড়ে ছুটে গেলে ওরা আমাকেও অকথ্য ভাষায় গালাগাল এবং দেখে নেওয়ার হুমকি ধমকি দেয়। ওইদিন আমার ছেলে যে বেঁচে ছিলো এটাই অনেক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ওই অপরাধীদের কঠিন শাস্তির দাবী জানাচ্ছি।

এদিকে অভিযোগ প্রসঙ্গে রাজু পাটোয়ারী গংদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে অভিযোগ প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন বড়ুয়া বলেন, আমরা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।

একই রকম খবর