চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উবিতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮জুলাই) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম (বাবুল) পাটওয়ারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মো. আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রীলীগের সভাপতি আতাউর রহমান রাজু পাটওয়ারী। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেয়ান তার বক্তব্যে বলেন, তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, তারা ভালো করে লেখাপড়া করবে। পাশাপাশি খেলাধুলাাও করবে। এই লেখাপড়া ও খেলাধূলার মাধ্যমে বাবা মায়ের মুখ উজ্জল করবে। আর মাদক সহ সমাজে যতো প্রকার অপকাজ- অপরাধ রয়েছে, তা থেকে দূরে থাকবে। মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে ।

তিনি আরও বলেন, তোমাদের কাছে আমরা শুধু ভালো লেখাপড়া চাই। এর বিনিময়ে আমরা তোমাদের বিদ্যালয়ের সকল চাহিদ পূরণ করবো। আর বিদ্যালয়ের ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে ছাত্রীদের নিজের বোন হিসেবে দেখবে। তাদের যাতে কেউ পথেঘাটে ইভটিজিং না করে সেটিও দেখার দায়িত্ব তোমাদের। তোমরা প্রতিটা সন্তান দেশের সু-নাগরীক হয়ে উঠলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পাবে।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য মো. সেলিম পাটওয়ারী, জহিরুল ইসলাম পাটওয়ারী, আবু ইউসুফ শেখ, ফয়েজ বক্স হাওলাদার, সহকারি প্রধান শিক্ষক খালেদা বেগম, সিনিয়র শিক্ষক ওমর ফারুক পাটওয়ারী, মো. খলিলুর রহমান, সুলতান মাহমুদ, আনিসুর রহমান, আল আমিন গাজী, জাহানারা বেগম, মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাকসুদা বেগম, ইসমাইল হোসেন, রাজন দে, মানিক দাস, সুমাইয়া আক্তার, জান্নাতুল ফেরদাউস হিরা, সমন চন্দ্রসহ অন্যান্য শিক্ষক, ম্যানিজিং কমিটির সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

এর আগে বেলা ১২টায় ফাইনাল খেলার উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান। ফাইনাল খেলায় ১০ শ্রেণী ৯ম শ্রণী দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে ৫ম থেকে ১০শ্রেনী দলগতভাবেও অংশ নেয়। ১০ম শ্রেণী দলের দায়িত্বে ছিলেন শিক্ষক মো. জয়নাল আবেদীন এবং ৯ম শ্রেণী দলের দায়িত্ব ছিলে শিক্ষক মনির হোসেন। খোলার ধারাভার্ষ্যে ছিলেন সহকারি শিক্ষক মো. নুর মোহাম্মদ। প্রধান শিক্ষক জানান, আমাদের এই বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ছাড়াও ঐতিহ্যগতভাবে ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট হয়ে আসছে। ১৯৮৬ সন থেকে ধারাবাহিকভাবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছি। এটি চাঁন্দ্রাবাজার এলাকার ঐতিহ্যবাহী খেলা হিসেবে রুপ নিয়েছে।

একই রকম খবর