চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির সভা

ইব্রাহীম খান : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার নূরীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ মাজেদুর রহমান খান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন আর কেউ মাদ্রাসা থেকে পড়ালেখা করে সার্টিফিকেট নিয়ে পথে পথে ঘুরতে হয় না। সরকার মাদ্রাসা শিক্ষাকে অন্যান্য শিক্ষার মত গুরুত্ব দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও চাকুরীর সুযোগ করে দিয়েছে। কাজেই মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা এখন আর কোনভাবেই পিছিয়ে নেই। তাই আপনারা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত তাদেরকেও মাদ্রাসার পড়ালেখা সহ সকল উন্নয়নে বিশেষ ভ‚মিকা রাখতে হবে।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান। সভায় মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য আনোয়ার হোসেন খান ইউপি চেয়ারম্যান ও ২০০৬ সালে সরকারিভাবে নির্বাচিত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর নাম গভর্নিং বডির সহসভাপতি পদে প্রস্তাব করেন এবং ডিজি প্রতিনিধি সদস্য চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক শেখ খলিলুর রহমান উক্ত প্রস্তাব সমর্থন করেন ।

উপস্থিত সকল সদস্য উক্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে তা সমর্থন করেন । ফলে সভায় মাদ্রাসার গভনির্ং বডির সহসভাপতি পদে চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর নিবাচিত ঘোষণা করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ এ.টি.এম মোস্তফা হামিদী, অভিভাবক সদস্য আব্দুল জাব্বার পাটওয়ারী, কামরুল হাসান লিটন পাটওয়ারী, মোক্তার হোসেন পাটওয়ারী, ডাক্তার প্রতিনিধি ডাক্তার এস.এম সিদ্দিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটওয়ারী, শাহ আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment