চার যুগ পর চালু হচ্ছে চাঁদপুর-সিলেট স্পেশাল ট্রেন

চাঁদপুর খবর রির্পোট: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দীর্ঘ ৪ যুগ পর চালু হতে যাচ্ছে চাঁদপুর-সিলেট স্পেশাল ট্রেন।

৮ কোচের এ ট্রেনটি ঈদের আগে ৪ দিন এবং পরে ৫ দিন চাঁদপুর-সিলেট রুটে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, অত্যন্ত জনপ্রিয় ও ব্যবসাবহুল লোকাল ট্রেনটি ৪৮ বছর আগে বন্ধ করে দেওয়া হয়। এরপর ওই ট্রেন সার্ভিসটি চালু করতে বহু তদবিরেও তা আর আলোর মুখ দেখেনি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, এবারই প্রথম পরীক্ষামূলকভাবে স্পেশাল ট্রেনটি চলবে। এর আদেশ কপির চিঠি হাতে পেয়েছি।

টিকেট অন্যান্য ট্রেনের মতোই সব স্টেশনে কাটা যাবে। আশা করছি এর মধ্য দিয়ে চাঁদপুর রেলওয়ে আরও একধাপ এগিয়ে যাবে।

 

একই রকম খবর