ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার লৈয়ামেহের-পাঁচধারা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যালকের লাঠির আঘাতে নিহত সিএনজি-স্কুটার চালক কেরামত আলীর হত্যা কারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উত্তেজিত স্থানীয়এলাকাবাসী।
শবিার দুপুরে লৈয়ামেহের-বাইছারা সড়কে প্রায় ঘন্টাব্যাপী ভোক্তভূগি পরিবার ও এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ এ সমাবেশে অংশ গ্রহন করেন।
এ সময় প্রতিবাদ সমাবেশে নিহতের ভাই হামমত আলী, বোন নুরজাহান বেগম, পুত্র আলামিন ও বাতিজা আলাউদ্দিন নিরীহ কেরামত আলীর হত্যা কারীদের অভিলম্বে গ্রেফতার আইনের আওতায় এন শাস্তির দাবী করেন।