চাঁদপুর প্রতিনিধি॥ চাঁদপুরে সরকারের খাদ্য গুদাম থেকে কাবিখার ৪শ” বস্তা চাউল অবৈধ ভাবে পাচার কালে আটক। শহরের পুরানবাজারে এ অবৈধ চাউল ক্রয়কারী ব্যবসায়ী মো: জাহিদ হোসেনকে এলাকার সরকার দলীয় যুবকরা পাকরাও করে পুরান বাজার পুলিশের কাছে অভিযোগ করেছে বলে খবর পাওয়া গেছে।
পাচার হওয়া মালের মূল্য ৭লক্ষ ২০ হাজার টাকা বলে ব্যাসায়ী জাহিদ জানান। ঘটনাটি ঘটেছে,গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় শহরের পুরানবাজার পৌর কমিউনিটি সেন্টারের নীচ তলার মাকেটে। এ ঘটনায় পুরানবাজার পুলিশ ফাঁড়িতে একটি সাধারন ডাইরি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খবর নিয়ে জানা যায়, দীর্ঘ দিন যাবত চাঁদপুরের একটি অসাধূ চক্র সরকারের খাদ্য গুদাম থেকে অবৈধ পন্থায় সরকারী চাউল পাচার করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচেছ। দু:স্থ , অসহায় গরীবদের জন্য সরকারের দেওয়া এ সব চাউল তারা সঠিক ভাবে বিতরন না করে,সে চাউল খোলাবাজারে বিক্রির জন্য পাচার করে যাচেছ।
এ সব চাউল পুরানবাজার এলাকার কালো বাজারী প্রদীপ দীর্ঘ দিন যাবত খাদ্য বিভাগের কর্তাদের সাথে গোপনে সমজোতার মাধ্যমে কম মূল্যে এ সব চাউল ক্রয় করে পুরান বাজারসহ বিভিন্ন স্থানে পাচার করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজে লাভবান হচেছ। এ ব্যবসায়ী এ ব্যবসা করে কয়েক বছরের মধ্যে শহরে কয়েকটি বাড়ির মালিক হয়েছে বলে ও অভিযোগ উঠেছে।
গত বুধবার সরকারী সিল লাগানো ৫০কেজি ওজনের ৪শবস্তা চাউল সরকারী খাদ্য গুদাম থেকে ট্রাক ভর্তি করে পুরানবাজার পৌর কমিউনিটি সেন্টারের নীচ তলার মাকেটের ব্যবসায়ী মো: জাহিদ হোসেনের,জাহিদ ট্রেডার্সে পৌছানো হয়।
এ খবর ছড়িয়ে পড়লে পুরানবাজার এলাকার সরকার দলীয় এক দল যুবক গিয়ে জাহিদ ট্রেডার্সে গিয়ে চাউল আটক করে। এ সময় তারা চাউল ক্রয়কারী অবৈধ ব্যবসায়ী জাহিদকে পাকরাও করে পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে খবর পাঠায়।
পুলিশ ঘটনাস্থলে এসে ৪শ বস্তা চাউল জব্দ করে তদন্ত চালায়। এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপারকে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে জানান হয়। তিনি ঘটনা সম্পর্কে অবগত হয়ে পুরানবাজার ফাঁড়িকে ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করার নিদ্দের্শ প্রদান করেন।
এ ব্যাপারে ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি খবর পেয়ে তাৎক্ষনিক একটি সাধারন ডাইরী করে, ঘটনাস্থলে গিয়ে চাউল ব্যবসায়ী জাহিদের সাথে যোগাযোগ করে তার চাউলের কাগজ পত্র দেখানোর জন্য বলেছি। সে বলেছে, সে এ চাউল পুলিশ সদস্যদের রেশনের চাউল তাদের কাছ থেকে ক্রয় করেছে।
এ ব্যাপারে চাউল ক্রয়কারী জাহিদের সাথে এ প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, এ চাউল সরকারী খাদ্য গুদাম থেকে সিএসডি গোডাউস থেকে পুরান বাজারের ব্যবসায়ী প্রদীপ বাবু আমার কাছে সিএসডি গোডাউনের লেবার সর্দার দেলোয়ার হোসেন দেলুর মাধ্যমে পাঠিয়ে। আমি প্রতিবস্তা চাউল ১৭শ টাকা দরে ক্রয় করেছি। এ প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সেখানে চাউলের বস্তা বদলানোর জন্য শত-শত অন্য মার্কার চাউলের বস্তা এনে রাখা হয়েছে।