আশিকাটিতে ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম

স্টাফ রিপোটার্র : চাঁদপুরে ইউনিয়ন পরিষদ থেকে দেয়া ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ এর হতদরিদ্রের চাল বৃত্তবান পরিবারদের নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সদর উপজেলা ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদে বিজিএফ হতদরিদ্রে চাল বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে।
শনিবার দুপুরে ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদে হতদরিদ্রের চাল দেওয়ার সময় এই দৃশ্য দেখা যায়। ভিজিএফ এর কার্ড বঞ্চিত বেশ কয়েকজন হতদরিদ্রে মহিলা পুরুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সরকার হতদরিদ্রদের জন্য ঈদ উপলক্ষে বিজিএফ এর চাল দিচ্ছে। কিন্তু দরিদ্ররা সেই চাল ঠিকমত পায়না। এর কারণ হতদরিদ্রের চাল এখন চেয়ারম্যান বিল্লাল মাস্টার ও তার অনুসারি লোকজনরা স্বাজনপ্রিতি দেখিয়ে বিত্তবান লোকদের দিচ্ছে।

এই ইউনিয়নের যারা বিদেশ থাকে তাদের মধ্যে অনেক পরিবারদের ভিজিএফ এর কার্ড দেওয়া হয়েছে। এছাড়া যারা স্বচ্ছল যাদের সহায় সম্ভল রয়েছে আর্থিক অবস্থা ভালো তারাও হতদরিদ্রের চাল পেয়েছে। তাদের কারনেই ইউনিয়নের অধিকাংশ গরিব পরিবার এ চাল থেকে বঞ্চিত হয়েছে। আবার যারা চাল পেয়েছে তাদেরকে ২০ কেজি চাল না দিয়ে ১০/১৫ কেজি দিয়েছে।

এছাড়া ইউনিয়নের যুবলীগ ও ছাত্র লীগের নেতা কর্মীদের দেওয়া হয়েছে অধীকাংশ বিজিএফ কার্ড। তারা তাদের মননীত কয়েকজনকে কার্ড দিয়ে তাদের মাধ্যমে চাল তুলে বিভীন্ন দোকানে বিক্রী করেছে। হতদরিদ্রদের চাল বিতরণের সময় চেয়ারম্যান বিল্লাল মাস্টার যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের পাহারায় রেখে ২০ কেজি চাল না দিয়ে ১০/১৫ কেজি চাল দেয়। যাতে করে কেউ প্রতিবাদ করতে সাহস না পায়। কেউ পতিবাদ করলে তাকে কার্ড থেকে লাঞ্চিত করা হয়। পরে তাকে আর কোন চাল দেওয়া হয়না।

এই ব্যাপারে চেয়ারম্যান বিল্লাল মাস্টারের কাছে জানতে চাইলে তিনি জানান, পরিষদের মেম্বার ও যুবলীগের নেতারা বিজিএফের কার্ড দিয়েছে আমার কিছু করার নাই। কিছু কার্ড বিত্তবানরা পেয়েছে তা সত্য তবে সব দেখার সময় হয় না।

চাল কম দেয়ার বিষয়ে তিনি বলেন, চাল কম দেওয়া হয় না। দুই বালটি দিয়ে ২০ কেজি দেওয়া হয়।

 

একই রকম খবর

Leave a Comment