চেক ডিজঅনার মামলায় চাঁদপুরে বিএনপি নেতা আবুল হাশেম রুশদী জামিনে মুক্তি

চাঁদপুর খবর রিপোর্ট : চেক ডিজঅনার মামলায় গত ২৪ জুন-২০১৯ তারিখে সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহ্তলী নিবাসী বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আবুল হাশেম রুশদী চাঁদপুর জেলা কারাগার থেকে অবশেষে জামিনে মুক্তি লাভ করেছেন ।

জানা গেছে,গত ১৫ জুন ঢাকা জজ কোর্টের চেক ডিজঅনার মামলায় তাকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে ।পরবর্তীতে উক্ত মামলায় ১৯জুন ঢাকা জজ আদালত সন্তুষ্টিুমে সে জামিন লাভ করে ।

এদিকে জামিনে মুক্তির লাভের পর বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম রুশদী ২৬ জুন দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার । শুধুমাত্র হয়রানির জন্য আমাকে এ মামলায় জড়ানো হয়েছে । আমি কারা নির্যাতিত । এর আগেও রাজনৈতিক মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছে ।চাঁদপুরের কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইনে সঠিক তথ্যের ভিত্তিতে আমার আটকের সংবাদটি প্রকাশ করা হয়নি । স্ব স্ব পত্রিকা ও অনলাইনে আমি বিগত সংবাদের প্রতিবাদ ও আটকের ব্যাখ্যা প্রদান করেছি ।

একই রকম খবর