চেয়ারম্যান পদে ৫ জনের বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ

সাইদ হোসেন অপু চৌধুরী : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে গতকাল রোববার ১৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান পদের প্রার্থীরা জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন।

এতে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন, এরা হলেনঃ চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রবাসী জাকির হোসেন প্রধানীয়া ও মোঃ নাছির উদ্দীন।

উল্লেখ্য: আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ছিলো গতকাল ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

 

একই রকম খবর