স্টাফ রিপোর্টার: আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়রপত্র জমা দিয়েছেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের একাধীকবার নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অব.) এম এ ওয়াদুদ।
দলীয় মনোনয়ন পেতে গতকাল গতকাল ৮ সেপ্টেম্বর শেষ দিনে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে বীর মুকিএতযাদ্ধাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর চেয়ারম্যান প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ এম এ ওয়াদুদ (অব.) বলেন, আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি মনোনয়ন প্রত্যাশী। আজ (গতকাল বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানস কন্যা, মানবতার জননী বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার দলীয় কার্যালয় ধানমন্ডি-৩/এ দলীয় মনোনয়ন পাবার প্রত্যয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি সকলের কাছে দোয়া প্রত্যাশী।
তিনি বলেন, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকারের ভিশন বাস্তবায়নে সর্বদা কাজ করে যাব। চাঁদপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলতে কাজ করব।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমি মতলবের মুক্তিযোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। জীবন বাজি রেখে বাঙালী জাতির মুক্তির জন্য যুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আবারও দেশের জন্য কাজ করতে চাই। তাই আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বর্তমান সরকার, জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে চাঁদপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মহাসীন পাঠান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেঃ (অব.) এম এ ওয়াদুদ চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের দুই বারের নির্বাচিত কমান্ডার ও আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি পূর্ব পাকিস্তানে ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তুলারাম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাবু সরওয়ার-ওয়াদুদ প্যানেলে ১৯৬৬ সালে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
তিনি বৃহত্তম মতলব যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং বৃহত্তর মতলবের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। মানব সেবায় ১৯৭২ সালে সুজাতপুর কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন।