চেয়ারম্যান পদে নাছির উদ্দিনের মনোনয়ন ফরম উত্তোলন

গাজী মোঃ ইমাম হাসানঃ আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর চেয়ারম্যান পদে নাছির উদ্দিন মাহমুদ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

১২ সেপ্টেম্বর রবিবার দুপুর ১ টায় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেনের কাছ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন উত্তোলন করেন কচুয়া থেকে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মাহমুদ।

মনোনয়ন ফরম উত্তোলনের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি জেলা বাসীর কল্যান ও সেবা করার জন্য চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছি।আমি প্রত্যাশা করছি মহান আল্লাহর রহমত আর জেলার সম্মানিত জনপ্রতিনিধি ভোটার ভাইদের ভোটে নির্বাচিত হয়ে জেলার সকল উপজেলা,পৌরসভা,ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজ করবো।তাই আমি সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলো মোঃ মোজাম্মেল হক চৌধুরী,মাওঃ আব্দুল মান্নান,এবং আব্দুল মান্নান।

আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন,১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি,২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ,

১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন !(ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

একই রকম খবর