গাজী মোঃ ইমাম হাসান : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই পুরো জেলায় বইছে নির্বাচনী উত্তাপ।নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠ বেশ সর-গরম হয়ে উঠেছে। ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে জেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র উত্তোলন করছেন।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বমোট ৬১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছে।
এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ জন।এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ইউসুফ গাজী, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ,তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী,আলহাজ্ব নাছির উদ্দিন মাহমুদ,জাকির হোসেন প্রধানীয়া ও মোঃ মনজুর আহমদ।
জেলা পরিষদ নির্বাচনে (চাঁদপুর সদর) ১নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক,মোঃ আবুল বাসার মিরণ, জাকির হোসেন হিরু, মোঃ শাহলম খান, মোঃ মাহবুব আলম,মোঃ ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী,আবুল বারাকাত লিজন পাটওয়ারী। হাইমচর উপজেলার২ নং ওয়ার্ড থেকে মোঃ খুরশিদ আলম। ফরিদগঞ্জ উপজেলা ৩ ওয়ার্ড থেকে থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন মোঃ আকরাম হোসেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ মিজানুর রহমান ভূইয়া, মোঃ বশিউর রহমান,মোঃ শাহাবুদ্দিন হোসেন,আলী আক্কাস।
মতলব দক্ষিন উপজেলা ৪ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন মোঃ ফরহাদ হোসেন, মোঃ জসিম উদ্দিন,মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী, মোঃ রাশেদুজ্জামান,বাদল ফরায়জী,সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আল-আমিন ফরায়জী,মোঃ রিয়াদুল আলম।
মতলব উত্তর উপজেলায় ৫ ওয়ার্ড সাধারন সদস্য পদে প্রার্থী হয়েছেন মোঃ আলাউদ্দিন, আব্দুলাহ মোহাম্মদ ইসা,জিহাদ সরকার,মোঃ হাবিবুর রহমান,আবুল খায়ের,মিনহাজ উদ্দিন খান ও জহিরুল ইসলাম।
কচুয়া উপজেলা উপজেলা ৬ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন জোবায়ের হোসেন,জিয়াউল হক তালুকদার,সালাউদ্দিন,তৌহিদ ইসলাম,বিল্লাল হোসেন,মোহাম্মদ জামাল হোসেন।
হাজীগঞ্জ উপজেলায় ৭ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম,মোঃ বিল্লাল হোসেন।
শাহরাস্তি উপজেলায় ৮ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন মোঃ জাকির হোসেন,সাবেক সদস্য তুহিন খান,মোঃ মনির হোসেন,মাহবুব আলম,মোঃ ইব্রাহিম খলিল।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ড (সদর,ফরিদগঞ্জ,হাইমচর) থেকে মনোনয়ন সংগ্রহ করেন আশেয়া রহমান, ফারহানা ফেরদৌস রুমা পাটওয়ারী,আনজুম বেগম,জোবেদা মজুমদার খুশি,
সংরক্ষিত ২ নং ওয়ার্ড (মতলব উত্তর,মতলব দক্ষিন,কচুয়া) ওয়ার্ড থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফাতেমা আক্তার,ছানিয়া আক্তার, তাছলিমা আক্তার, গাজী শাহিন,রওনক আরা,নাজমা আক্তার আসমা।
সংরক্ষিত ৩ নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) থেকে জোবেদা মজুমদার খুকি,জান্নাতুল ফেরদৌসী ও ছকিনা বেগম,মুক্তা আক্তার,রুবি বেগম।
নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলনের প্রথম থেকে গতকাল রবিবার পর্যন্ত মোট ৬৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন,১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি,২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ, ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন !(ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।