চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ১৯ মে থেকে গুরুতর হয়ে পড়েছেন ।
তিন দিন যাবৎ তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রওশন আলীর তত্ত্বাবধায়ক চিকিৎসাধীন রয়েছেন ।
এ ব্যাপারে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষে থেকে যোগাযোগ করলে ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, ১ম রমজান থেকে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়ি । ঢাকায় মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রওশন আলীর অধীনে চিকিৎসাধীন আছি । এখন কিছুটা সুস্থ বোধ করছি ।
জানা গেছে,জ্বরসহ নানা রোগে তিনি আক্রান্ত হন তিনি । এদিকে তার দ্রুত সুস্থতার জন্য সবার নিকট তার পরিবার দোয়া কামনা করেছেন ।