স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ড মেম্বার, সুধি সমাজের লোকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে ইউপি সচিব আবু বক্কর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, মৈশাদী ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, হাকিম গাজী, বারেক খান, মোশারফ হোসেন, বজলুল গনি জিলন, দেলোয়ার হোসেন, সেলিম বেপারী, আবুল কালাম, আবুল হোসেন মনা, মহিলা মেম্বার জাহেদা বেগম, শিল্পী বেগম, শাহিদা বেগম, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবদুস সাত্তার মাষ্টার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, সহ সভাপতি শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, সমাজ সেবক নুরুজ্জামান খান বাবলু, আওয়ামী লীগ নেতা হারুন, কবির হোসেন, আনিছ, শাহমাহমুদপুরের ৪নং ওয়ার্ড মেম্বার শফিক কারীসহ সমাজের বিভিন্ন স্থরের সধিসমাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষক মাওঃ মিজানুর রহমান।