চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নতুন কমিটির সভাপতি ঈমান হোসেন গাজি, সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান রনি ভূইয়া, সহ সভাপতি আবু হানিফ কানন, সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না, যুগ্ম সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।

মঙ্গলবার দুপুর ২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নব কমিটির খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। পরে দুপুর ৩টায় দলীয় কার্যালয়ে নব কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরন করে নেন জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল আহমেদ বাহার ও সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাঝি।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, এড. হারুনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীরা নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে।

একই রকম খবর

Leave a Comment