চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের শোক দিবসে আলোচনা সভা

ইব্রাহীম খান : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট ) সকাল ১১ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি এমপি।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে ছাএলীগের ইতিহাস ওতোপোত ভাবে জড়িত। বাংলাদেশের সকল অর্জনে ছাত্রলীগের ভূমিকা ছিলো প্রশংসনীয়। বঙ্গবন্ধু ছাত্রলীগ গঠন করেছিলেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য। জাতির পিতা তার স্বল্প সময়ে রাষ্ট্র পরিচালনায় যে দক্ষতা দেখিয়েছিলেন তা বাঙ্গালী জাতির জন্য একটি উদাহরণ। এদেশকে সূখি সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে হলে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, আজকে তার কন্যার নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছ। দেশের সকল ক্ষেত্রে আজ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। কারণ জননেত্রি শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির পিতা তার সারাটা জীবন বাঙ্গালী জাতির জন্য উৎসর্গ করে গিয়েছেন। তাই তোমাদেরও দায়িত্ব জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাওয়া এবং সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করা।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর-৪ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব ড.মোহাম্মদ সামছুল হক ভূইয়া।

তিনি বলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু কোন আওয়ামী লীগের স্লোগান  নয়। এটি এদেশের স্বাধীনতার স্লোগান। বঙ্গবন্ধুর যে আদর্শ ও চিন্তা ছিলো তা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর অবর্তমানে আজকে তার কন্যা এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর জননেত্রি শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে তার কন্যাকে আবারো এদেশের প্রধানমন্ত্রী করতে হবে। সামনে নির্বাচন এই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবি এম রেজওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির গাজির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা ছাএলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।

এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সবশেষে একে একে বিভিন্ন ইউনিয়ন ছাএলীগের নেতৃবৃন্দের হাতে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী ও ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক গন্থ শীর্ষক বই তুলে দেন অতিথিবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment