চাঁদপুরে ডিবি পরিচয়ে ছাত্রীকে তুলে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে ডিবি পরিচয়ে মাদ্রাসার ছাত্রী নাজিয়া আক্তার শারমিন(১৪)কে মোটরসাইকেলে তুলে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ৯টায় জামতলা মোড় থেকে  ছাত্রীকে তুলে নিয়ে তার ব্যাগ থেকে নগদ টাকা ছিনতাই করেছে। ডিবি পুলিশের সদস্য মান্নান ও তার সাথে থাকা আরেক সদস্য দু’টি মোটরসাইকেল নিয়ে মাদ্রাসা ছাত্রীকে ভয় দেখিয়ে তুলে নিয়ে এই ঘটনা করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রী নাজিয়া আক্তার শারমিন।

জানা যায়, হাজীগঞ্জ উপজেলার জাকনি গ্রামের মোল্লা বাড়ির নূর আলম রাছেলের মেয়ে নাজিয়া আক্তার শারমিন, সে জাকনি নূরিয়া মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। সোমবার মা শাহিদা বেগম তার বাবার বাড়িতে গেলে সেই সুযোগে শারমিন শহরের জিটি রোডে তার বান্ধুবী মিতুর বাসায় বেড়াতে আসে। সেখান থেকে তারা বড়স্টেশন মোল হেডে ঘুরতে
যায়।

পরে শারনিনের ভাইয়ের বন্ধু যমুনা রোড এলাকার শাহজাহানের ছেলে আবু বক্করের সাথে দেখা হয়। আবু বক্কর শারমিনকে নিয়ে এগিয়ে দেওয়ার জন্য সামনে আসলে জামতলা রাস্তার মোড়ে ডিবি পুলিশের সদস্য মান্নান ও আরেক সদস্য দুটি মোটরসাইকেল নিয়ে তাদের সামনে এসে তাদেরকে ধরে। পরে ডিবি পুলিশের সদস্য মান্নান আবু বক্করকে গালে দুটি থাপ্পর দিয়ে ভয় ভীতি দেখিয়ে চলে যেতে বলে।

ডিবি পুলিশের সদস্য মান্নানসহ দুইজন মোটরসাইকেলে মাদ্রাসার ছাত্রী শারমিনকে তার বাড়ি পৌছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যায়। পরে তাকে চাঁদপুর-ফরিদগঞ্জ ব্রিজের উপর নিয়ে শারমিনের ব্যাগ তল্লাশী করে ২৩শ’ টাকা নিয়ে যায়। তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে ডিবির সদস্য মান্নান তার বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় শারমিন ডাকচিৎকার দিলে পথচারীরা এগিয়ে আসলে তাকে ছেরে দেয়। পরে শারমান রিক্সায় উঠে তার বান্ধুবীর বাসায় চলে আসে।

ডিবি পরিচয়ে ছাত্রীকে তুলে নেওয়ার খবর শুনে এই প্রতিবেদক ঘটনাটি চাঁদপুর ডিবির ওসি মামুনুর রসিদকে ঘটনাটি জানায়। রাত ১১টায় মাদ্রাসার ছাত্রীর খোঁজ পাওয়ার পর ঘটনা সম্পর্কে শারমিনকে জানতে চাইলে সে এভাবেই এই ঘটনার ব্যাখ্যা দেয়।
এসময় সোশ্যাল মিডিয়ার ওসি ডিবি চাঁদপুর নামক ফেসবুক আইডি থেকে ডিবির সদস্যদের
ছবি বেড় করে দেখালে মাদাসার ছাত্রী শারমিন ও তার ভাইয়ের বন্ধু আবু বক্কর ডিবির সদস্য মান্নাকে চিহ্নিত করে।

তারা বলেন মান্নান মাথায় হেলমেট দিয়ে লাল ফেজার মোটরসাইকেল নিয়ে এসে শারমিনকে তুলে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এসময় তার সাথে আরেক লোক নীল একটি মোটরসাইকেল নিয়ে সাথে ছিলো।

এই ব্যাপারে ডিবির ওসি মামুনুর রসিদ জানায়, ডিবি পুলিশের সদস্য মান্নান ৩ দিনের ছুটিতে রয়েছে। সে যদি এই ঘটনা থাকে এর প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

একই রকম খবর

Leave a Comment