‘ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে দিন’

চাঁদপুর খবর ডেস্ক : কাউকে ছেলেধরা বলে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিতে পুলিশ দপ্তরের পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান জানানো হয়েছে।

গত শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীর কাছে এই আহ্বান জানানো হয়। বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম সামাজিক যোগাযোগ মাধ্যম পুলিশ সুপার এর আইডির ফেসবুক ফেইজে গতকাল ২২জুলাই এক স্ট্যাটার্স দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানোকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মর্মান্তিকভাবে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গুজব ছড়িয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।

ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এ পর্যন্ত যতগুলো নিহতের ঘটনা ঘটেছে পুলিশ প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে তদন্তে নেমেছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

একই রকম খবর