ছোট শাহতলীতে সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদরস্থ ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট শাহতলী গ্রামের আজিম খান বাড়িতে গত মঙ্গলবার (২ জুলাই) সিঁধ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এ সময় চোরের দল ১ ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য (৪২ হাজার টাকা), আট আনা ওজনের স্বর্ণের কানেরধূল মূল্য ২২ হাজার টাকা, মোবাইল ফোন ২টিসহ মেয়েদের স্কুলের ব্যাগ ও ঘরে থাক অনেক জিনিসপত্র নিয়ে যায়।

এঘটনায় গত বুধবার (৩ জুলাই) কুলসুমা বেগম, স্বামী : আজিম খান, সাং: ছোট শাহতলী, চাঁদপুর সদর বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ্য করা হয়, বিবাদী (১) কুদ্দুস সুয়াজী, পিতা: মৃত নুর মোহাম্মদ, (২) সাহেদ, পিতা: অজ্ঞাত, (৩) আরাফাত মিজি, পিতা: অজ্ঞাত, সর্ব সাং স্বর্ণা, বাকিলা, উপজেলা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর।

১ নং বিবাদী কুদ্দুস সুয়াজীর সাথে আমার মেয়ে হালিমা আক্তারের গত ৩ বছর পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। ঔরষে আমার মেয়ে একটি পুত্র সন্তান রিজন (২) আছে। বিবাহের পর থেকে কুদ্দুস কারণে অকারণে আমার মেয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং মারধর করে। বিবাদীর অত্যাচারে আমার মেয়ে অতিষ্ঠ হয়ে গত ৯ মাস পূর্বে তাকে তালাক প্রদান করে। আমার মেয়ে হালিমা বর্তমানে আমার বাড়িতে বসবাস করে।

২ ও ৩ নং বিবাদী ১নং বিবাদীর নিকটতম আত্মীয়। বিগত কয়েকদিন যাবৎ ২ও ৩ নং বিবাদী আমার বাড়ির সামনে এসে আমার মেয়েকে অশ্লীল মন্তব্য করে এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করলে তাদেরকে সতর্ক করে দেয়। কিন্তু তারা কারো কোন কথাই শুনেনা।

গত মঙ্গলবার (২ জুলাই) রাতে আমি ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যাই। রাত ৪টায় উঠে দেখি আমার ঘরের দরজা খোলা ও সিঁধ কাটা। পরে বুঝতে পারি চুরির হয়েছে। এ ঘটনায় উক্ত বিবাদীরা ঘটিয়েছে বলে আমার বিশ্বাস।

একই রকম খবর