জিলানী চিশতী উবিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশ

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ছেলে ধরা গুজুব প্রচারকারী ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০জুলাই (শনিবার) দুপুড় ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, পদ্মাসেতুতে মানুষের মাথা প্রয়োজন বা ছেলে ধরা এগুলো গুজব। এগুলোতে তোমরা কেউ বিশ্বাস করবেনা। মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধের জন্য সকলকে সোচ্চার হতে হবে। প্রশাসনের সাথে আমার নিবির সম্পর্ক। কোন মেয়ে যদি ইভটিজিং এর সম্মুখীন হও সাথে সাথে মোবাইলে আমাকে জানাবে। দুইঘন্টার মধ্যে ব্যবস্থা নিব। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ এগুলোর ব্যাপারে আমি জিরো টলারেন্স ঘোষনা করছি। ছেলে ধরা গুজব নিয়ে প্রশাসন কাজ করছে। আমরা আমাদের মনিটরিং জোরদার করব, বাল্য বিবাহকে সকলে না বলব।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ফিরোজা বেগম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ১০ম শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার, ১০ম শ্রেনির ফারহানা আক্তার, মিশকাতুন নেছা, মিথিলা আক্তার, ইরা আক্তার, তাছমিনা আক্তার, ৭ম শ্রেনির তানভীর আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো: সফিক কারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান।

অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি ড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর