উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবিতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মাদক, সন্ত্রাস ,ছেলে ধরা গুজুব প্রচারকারী ও জঙ্গীবাদ বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০জুলাই) দুপুড় ১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, ছেলে ধরা এ ধরনের গুজবে কান দিবেনা। এটা একটা গুজব ছাড়া কিছুই নয়। এটা একটা মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তোমরা শিক্ষার্থীরা যদি কোন সমস্যায় পড় তাহলে শিক্ষকদের সহযোগিতা নিবে। শিক্ষকের মাধ্যমে আমাকে জানাবে। মাদক, জঙ্গিবাদ ইত্যাদি সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। যেখানে এ ধরনের কিছু দেখবে সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানকে জানাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো: সফিক কারী, কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: আবুল কাশেম কারী, মো: জাকির গাজী, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, শাহিনা আক্তার, নাজিয়া মাহবুব, তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী।

অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি ড. তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় বিদ্যালয় মিলনায়তনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর