বিশেষ প্রতিনিধিঃ পদ্মা সেতু বাংলার অহংকার। সাহসের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ সরকারের অনন্য অবদান।
যা অনন্তকাল আওয়ামীলীগের উন্নয়নের নজির হিসেবে থাকবে। স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রুপ দেয়ায় “দৈনিক চাঁদপুর খবর” নাগরিকদের ধারাবাহিক অভিমত প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। গতকাল (২৯ জুন) চাঁদপুর খরব এর কাছে অভিমত ব্যক্ত করেছেন, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। যা তুলে ধরা হলো ।
চাঁদপুর খবর : কেমন আছেন ?
অজিত সাহা ঃ-মহান মুক্তিযুদ্ধ এবং জাতির জনকের ২য় বিপ্লবের চেতনাকে ধারণ করে শারীরিক ভাবে ভালো আছি।
চাঁদপুর খবর : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। আপনার অভিমত কী?
অজিত সাহা ঃ – হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, ভাইসব আমাদের মধ্যে শত্রু বাহিনী ঢুকে পড়েছে, তার পর বলেছিলেন আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই শত্রু বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সবুজ পতাকা সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। তেমনিভাবে জাতির পিতার কন্যা মানবতার মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শত্রুদের শত ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু নির্মাণ করে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন আমরাও পারি।
চাঁদপুর খবর : পদ্মা সেতু উদ্বোধন নিয়ে দেশের সকল জেলায় একযোগে উৎসব অনুষ্ঠিত হয়েছে এ সম্পর্কে মন্তব্য কি?
অজিত সাহা ঃ – পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি উৎসবের আমেজে পরিণত হয়েছে। অতএব আমিও ব্যক্তিগতভাবে সেই উৎসবে অংশগ্রহণ করেছি। স্লোগান দিয়েছি বঙ্গবন্ধু পেরেছে, বঙ্গবন্ধুর কন্যাও পারে।
চাঁদপুর খবর : পদ্মা সেতু নির্মাণে যোগাযোগের ক্ষেত্রে কতটুকু অবদান রাখবে বলে আপনি মনে করেন?
অজিত সাহা ঃ-পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলসহ সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দেশে শিল্প এবং কৃষি শিল্প বিপ্লবের সূচনা হবে। কারণ উন্নতির মাপকাঠি হলো কোন জাতি কতটুকু বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা কতটুকু উন্নত হয়।
চাঁদপুর খবর : চাঁদপুর খবর : পদ্মা সেতু নির্মাণে কার অবদান ও ভূমিকা রয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য কি?
অজিত সাহা ঃ ঃ- এটা সর্বজন স্বীকৃত যে, জাতির পিতার কন্যা আমাদের প্রধানমন্ত্রী মানবতার মাতা শেখ হাসিনার একক দৃঢ় বলিষ্ঠ ভূমিকার কারণেই আমাদের নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ হয়েছে। যা আজকে বিশ^ স্বীকৃত।
চাঁদপুর খবর : পদ্মা সেতু দ্বারা বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিকভাবে কেমন সুফল পাবে বলে মনে করেন?
অজিত সাহা ঃ-পদ্মা সেতু দ্বারা বাংলাদেশের উন্নয়নের দ্বার উম্মোচিত হয়েছে। নতুন নতুন কৃষি শিল্প এবং বিভিন্ন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে তাতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বেকারত্ব দূর হবে। তবে সর্বক্ষেত্রে হিসাব এবং নিয়ন্ত্রণ সঠিকভাবে রক্ষা করতে হবে।
চাঁদপুর খবর : পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে আমাদের করণীয় কী?
অজিত সাহা ঃ পদ্মা সেতু জাতীয় সম্পদ। সেতুটি রক্ষা করা বাঙ্গালী জাতির সবারই দায়িত্ব। কারণ ষড়যন্ত্র এখনও চলছে।
চাঁদপুর খবর : যারা বলছে পদ্মা সেতু হবে না। করা সম্ভব না, তাদের প্রতি আপনার প্রতিক্রিয়া কি?
অজিত সাহা ঃ ঃ- যারা বলেছে পদ্মা সেতু হবে না। তাদের চিন্তা দৈন্যতা এবং সংকীর্ণতার বহিঃপ্রকাশ। কারণ এ জাতি বীরের জাতি। ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি। তখনও কিছু সংখ্যকের ধারণা ছিল দেশ কোনদিনও স্বাধীন হবে না।
চাঁদপুর খবর : পদ্মা সেতুর সৌন্দর্য অবলোকন করতে স্বশরীরে যাবেন তো?
অজিত সাহা ঃ- অবশ্যই, সময় সুযোগ করে বাঙ্গালীর গর্বের ধন পদ্মা সেতু স্বশরীরে পরিবার-পরিজন নিয়ে অবলোকন করতে যাবো।
চাঁদপুর খবর : সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
অজিত সাহা ঃ- আপনাকেও পদ্মা সেতু সম্পর্কে অভিমত প্রকাশ করার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।